এগার জৈষ্ঠ্য,
আমি জন্মের কাছে গিয়েছিলাম।
সে খাতা দেখে বললো
আজ নজরুলের জন্মদিন।
বারই ভাদ্র ,
আমি মৃত্যুর কাছে গিয়েছিলাম।
সে তন্ন তন্ন করে খাতা ঘাটলো,
পরে ক্লান্ত হয়ে বললো
এই খাতা শুধু মানবদের জন্য
এখানে শুধু মানবদের নাম থাকে।
মহামানবদের নয়!
এগার জৈষ্ঠ্য তুমি বার বার আসো,
ঘরে ঘরে আসো।
বারই ভাদ্র শুধু তোমায় ভুলতে চাই।