ছোট ছোট ছেলে মেয়েদের,
প্রশ্নের শেষ থাকে না!
পূজা মন্ডপে এসে,
ছোট্ট ছেলে, মস্ত বড় প্রশ্ন করলো বাবাকে।
ঐ ছেলেটা, যে কাঁসর ঘন্টা বাজাচ্ছে
কেন সে নতুন জামা পরেনি?
কেন সে গামছা আর গেঞ্জি পরে আছে?
ওর কি নতুন জামা নেই?
এদিকে ঢাক আর কাঁসরের তালে,
ছেলেরা নাচছে।
মন্দির প্রাঙ্গণ জমে উঠেছে।
চারপাশে একমুখ ঝলমলে খুশি নিয়ে,
সবাই দাঁড়িয়ে আছে।
অথচ প্রশ্নের তো উত্তর থাকে,
যা দিতে হয়।
তাই, তাৎক্ষণিক ছেলেকে বলল,
ওর জামা বাজারে রাখা আছে।
কাল তুই আর আমি গিয়ে নিয়ে আসব।
শুনে, ছেলেতো খুশি হলো
কিন্তু, বাবার কাছে?
প্রশ্নটুকু, প্রশ্নই রয়ে গেল!