কিছু সুখ কিছু দুঃখ,
ভাগ করে নেয় স্মৃতির পাতা।
ভরা থাকে বিষাদের ছায়া দিয়ে,
সুখের পরশ নিয়ে।
যেদিন পাতা পড়ি শুধু সুখের,
সেদিন জ্যোৎস্নায় স্নাত হই, সেই আলোয়
ভিজতে ভালো লাগে।
কিন্তু,
যেদিন বিষাদের পাতা পড়ি,
ছায়া নামে দুঃখের,
সেদিন,
ফুটপাতে শুয়ে থাকা মানুষের মতো
আমারও , জোছনার আলো চোখেও পরে না!