ঝড় উঠতে পারে,
বৃষ্টি হোতে পারে,
মেঘময় আকাশ এমনি ভাবায়!
আবার এমনও তো হয়-
ঝড়ও উঠলো না,
বৃষ্টিও হোলো না,
মেঘ চলে গেল দূরে-অন্য কোথাও!
সব হোতে পারে।
কিন্তু, সূর্য উঠবে,
রাতে চাঁদ উঠবে-যেন নিশ্চিত।
কোনো দুঃখী,
দেখিতো তার শরীরে গড়িয়ে যায় দুঃখ,
দেখতে পাই তার চোখে,
দুঃখ প্রকাশ হয় তার মুখে।
কারো দুঃখ দেখতে ভালো লাগে না-কাতর হই।
সবসময় করার কিছু থাকে না,
শুধু বলতে ইচ্ছে হয়,
কারো কাছে এসে,
কখনও মনে মনে-দেখবে,
দিন বদলাবে,
একই ভাবে তো সবদিন থাকে না!