যদি ঘৃণা দিতে চাও,
দাও - ভরে দাও ।
যদি দিতে চাও ভালোবাসা,
তাও ভরে দাও ।
তোমার দেওয়া ঘৃণায়,
আমি মিশে যাবো,
তোমার ভালোবাসায়,
আমি ভেসে যাব ।
এই আমার অঞ্জলীবদ্ধ দু-হাত,
ভরে দাও,
স্বেচ্ছায় পরিপূর্ণ করো,
ঘৃণায় কিংবা ভালোবাসায় ।