মায়ের জন্য একটি দিন
আর ভালোবাসার জন্য একটি দিন
- বছরে!

অচেনা বাতাস ঘরে ঢুকে
চেনা সুর আমার এভাবে বদলে দিলো।

অথচ,
আমি দরজা খুলে রেখেছিলাম,
জানালা খুলে রেখেছিলাম
ভালো কিছু আসুক এই ভেবে!