নদীর সামনে দাঁড়ালে,
তাঁর এক কথা-হাটো, ছোটো,দৌড়াও
জীবন পায় গতি।
ভাবি,
চারকাঁধে যেদিন যাব তারকাছে!
কি বলবে সেদিন,
কি থাকবে সেদিনের টিপস?
জ্বলে-পুড়ে তো শেষ হওয়া,
জীবনের শেষ গতি।