মনে হয় আমার ঠাকুরদা একটাই গল্প জানতেন,
ঘুমোবার সময় এক ডাকাতের গল্পোই শোনাতেন!
সে ধনীদের টাকা লুঠ করে,
বিলি করে দিতো গরীবদের।
অসহায় গরীব মানুষেরা তাকে ডাকাত নয়,
দেবদূত বলেই মানতো।
এই গল্প শুনেছি, সমস্যা এখানে নয়
সমস্যা আমি আর একটা গল্প জানি-আসারাম বাপুর!
কিছুতেই ঠিক করতে পারিনি,
আমি নাতিদের কার গল্প শোনাব-
সেই ডাকাতের না আসারাম বাপুর?