হাসি হারিয়ে গেলে,
আর কি থাকে?

একথা  মানুষ কি জানে!  কিন্তু,
ফুল জানে- কিচ্ছু থাকে না!
তাইতো,
ঝরে যাওয়ার আগে-

হাসি তার-    নির্বিকার।