একটি জীবন
নিজের পাতায়,
নিজের কথা ,
নিজের মতো,
নিজে-নিজেই লেখে!

একটি জীবন
আচমকা,
অচেনা,
অজানা,
ঠিকানাবিহীন দেশে,
একা একাই
হারিয়ে যায়!

এক জীবনের,
কতো কথা,
কতো লেখা,
শুধু থাকে,
পরে থাকে,
এই বিশ্ব সংসারে!