তোর জন্যে নিরাপদ পথ
আমার জানা নেই।
যে বলি তোকে-এই পথে যা
আমি বলতে পারি না!
তোর সব পথে বাঘের ভয়
যেখানে সন্ধ্যা নামে,
সকালে, দুপুরে, বিকালে!
আর এই পথে আলো
জ্বালতে হবে তোকেই
মনে রাখবি-
সীতার মতো কেঁদে
পাতালে যাওয়া যায় কিন্তূ
সূর্য আনা যায় না।
তারচেয়ে দৃঢ় তুই
দ্রৌপদীর মতো হ।
(হায়দ্রাবাদে প্রিয়ঙ্কা রেড্ডির সাথে হওয়া
পৈশাচিক ঘটনার পরিপ্রেক্ষিতে )