প্রথম আসা -এখানে
হয় কোনো রাতে বা দিনে।
প্রথম কাঁদা -এখানে
হয় কোনো রাতে বা দিনে।
প্রথম হাসা-এখানে
হয় কোনো রাতে বা দিনে।
প্রথম পাওয়া ব্যথা-এখানে
হয় কোনো রাতে বা দিনে।
প্রথম অনুভূতি প্রেমে-এখানে
হয় কোনো রাতে বা দিনে।
যা যা পেয়েছি এখানে-যতটুকু
সবটুকুই রেখে যাব একদিন-এখানে
চলে যাব অজানা দেশে
দেখবে-কোনো রাতে কিংবা দিনে!