দোল উৎসবের কেনাকাটা শুরু হয়েছে!
চারিদিকে হৈচৈ, বসন্ত এসেছে।
অথচ,
নিজের ডালে নতুন পাতা এখনও আসেনি
শীতের পাতাঝরা গাছটি, এখন বড়ই বিষন্ন!
বিষ্ময়ে, বলে উঠলো-

একেমন বসন্ত?