ভালোবাসা-৪০

ভালোবাসা তো বলে, প্রেমী যুগলকে
আমার কাছে গচ্ছিত রাখ বিশ্বাস,
ঠিক  অন্ধের মতো!
তাহলে আমিও দেব আশ্বাস
আর সেই আশ্বাসে ভর করে,
আজীবন ভাবতে পারবে,
আজীবন মানতে পারবে,
আজীবন বলতে পারবে,

ভালোবাসি ভালোবাসি।


ভালোবাসা-৪১

ভালোবাসার দরকার বিশ্বাস!
আর যদি তা  পায়-
তাহলে,
ভালোবাসাই দিতে পারে
উন্মুক্ত বুক-খুশী রাখার
ভালোবাসাই দিতে পারে
শক্ত কাঁধ- কান্না রাখার।