যাদের বেলা বয় নিমিষে,
যাদের বেলা বয় নিশ্চিন্তে,
তারা ভাবতে পারে, ভাবনায় আসে-
কতো বর্ণময়, কতো স্বপ্নময় এই ভুবন!
আর, যাদের বাতাসে ভাতের গন্ধ নেই
সেই কবে থেকে!
বেলা তাদের কাটে না, কাটতেও চায়না
থেকে থেকে, উৎকণ্ঠায় শুধু প্রশ্ন জাগে-
কেন মূল্যহীন এই জীবন?
আশ্চর্য,
দুবেলা নিয়ে , দুভাগে বিভক্ত এই পৃথিবী!