একদিন বসন্ত এসেও
অট্টহাসি হেসেছিলো!
গ্ৰাম কী গ্ৰাম দাপিয়ে বেড়িয়েছিলো
একদিন কলেরা!
বিভৎস চেহারা নিয়ে
একদিন ভয় দেখিয়েছিলো ম্যালেরিয়া।
বলেছিলো শুধু শুরু নয় শেষের হাসিও
আমরাই হাসবো!
আর আজ হাসছে করোনা
পিশাচের মতো
তর্জনী তুলে সেদিন মানুষ বলেছিলো
অবুঝ ছায়া তোমরা-জানোনা
শেষ হাসি মানুষ হাসে।
আর দৃঢ় হয়ে বলে করোনা কে-আজ
বড়ো অবুঝ মায়া তুমি
মনে রেখ-শেষ হাসি তোমরা নয়, মানুষই হাসে।