ছেলে যাচ্ছে বাইরে
রাস্তার একপাশে দাঁড়িয়ে মা।
ছেলেকে দেখছে ততদূর
যতদূর চোখ যায়।
দৃষ্টির বাইরে কিবা দেখার থাকে!
অগত্যা ফিরে আসে ঘরে,
জড়িয়ে যায় আবারও হাজার কাজের ভীড়ে।
তারই ফাঁকে, ফাঁকে- ফাঁকে
ছেলেকে দেখে নিজের মনে, মনে-মনে।
আর মন দিয়েই সবকিছু
বড়ো বেশি দেখা যায়!
জানিনা,
মায়েদের এই দেখা, কোন ছেলে কতটুকু বোঝে!