ভিজে বালিতে দাঁড়িয়ে ইচ্ছে হলো ঢেউ গুনি
শুরু করি শতবার
বিফল হোল বারবার
ঢেউ গোনা আর হোলো না।
বুঝলাম সবকিছু গুনে রাখা যায় না!
কিন্তু কেন?
প্রশ্ন করতেই সাগর বলল-
তোমরা দেখ ঢেউ তুলি
রাতদিন খুঁজে ফিরি তোমাদের রেখে যাওয়া, ভুল করে ফেলে যাওয়া সব।
শুরুর অভ্যেস
সবকিছু ফিরিয়ে দি, কখনও কারকিছু
নিজের কাছে রাখিনি ।