মানুষকে ভালবাসা কঠিন
আর,
ঘৃনা করা ততটাই সহজ।
অথচ,
সব ধর্ম কত আগে,
সহজ করে বলে গেছে,

শুধু মানুষকে ভালবাস।

কিন্তু,
কি দরকার?
তার চেয়ে অনেক সোজা,
ধর্ম নিয়ে গলা ফাটানো,
ধর্ম নিয়ে চিৎকার করা।

কেননা ধর্ম আমরা ,
খুব সহজেই
জনমের সাথে সাথে পাই।
আর,
সহজে পাওয়া অনেক কিছুর মূল্য থাকে না!

আর ,
ধর্মের প্রতি  ভক্তি,
ধর্মের পালন!

তাও,
চলতে চলতে জেনে গেছি,

মনে ভক্তি ক-জনের?
যত সব লোক দেখানো,
অথবা
ভয়ে ভক্তি সকলের!