ধর্ম যা বলে-আমরা তা করিনা!
আমরা যা করি- ধর্ম তা বলেনা!
ধর্ম বলে যোগ করে গুন করো
আমরা বিয়োগ করে ভাগ করি

ধর্ম কি- অনেকেই জানিনা!
তবু,
ধর্ম ভাঙ্গিয়ে কর্ম করতে
আমরা কেউই ছাড়ি না!