আমি তো মাথার ভরে
পথ চলতে জানিনা!
ঐ মাটিতে পা রাখবো কোথায়?
মাটিতে জমে থাকা ধুলো,
শুধু কি ধুলো!
ঐ ধুলো আমার চোদ্দ পুরুষের পদরেণু।
আর ওখানের বাতাসে আজো
ঘুরে বেড়ায় তাঁদের সুখ, দুঃখ, হাসি-কান্না
উৎসব উল্লাস
কতো সুগন্ধ ভরা শ্বাস-নিঃশ্বাস।
ঐ বাতাস আমায় ডাকে-আয় চলে আয়।
যেমন ডাকে সাহিত্য আসর, ঢাকার!
কিন্তু উপায় শুধু জানে
সব ইচ্ছের উপায় থাকে না।
যেতে মন চায়
কিন্তু বলতে পারো-
ঐ তীর্থভূমিতে আমি পা রাখবো কোথায়?
মাথার ভরে চলতে আমি যে জানিনা!
(ঢাকার সাহিত্য আসরের সর্বাঙ্গীন সফল কামনায় )