কারন ছাড়া কিছু হয় না,
শুধু এমনি এমনি হয়,
তোমার ভালোবাসা !
তাইতো,
বড় সহজে মুখ ফেরাও,
ভালোবাসায় ব্যথা থাকে জানতাম,
তবে যে ভালোবাসায়, ভালোবাসা নেই -
সেখানে ?
শুধু অবাক লাগে !
তাইতো,
তুমি চলে যেতেই,
ঝরঝর করে নেমে গেল,
ভালোবাসার মায়াবী সুগন্ধ,
চারপাশ থেকে,
যতটা ছড়ানো ছিল এতোদিন ।