কষ্টে চোখে জল আসে,
দুঃখে চোখে জল আসে,
খুশিতেও চোখে জল আসে,

এমনি হয়-সবাই জানে

কিন্তু,
২১শে ফেব্রুয়ারি
এক জাতির চোখে জল আসে
তাও অহংকারে!

এমনি সত‍্য- বিশ্ব জানে!