হিমেল হাওয়ায়,
গ্রীষ্মের আঁচে,
ঝিরঝির বৃষ্টিতে,
মাটির গন্ধে,
বারো মাস
এবং
ছয় ঋতুতে -
তিনি থাকেন, সাথে সাথে ।

আনন্দ উল্লাসে,
কিংবা দুঃস্বপ্নের রাতে,
হাটেন পাশে পাশে,
একলা চলার পথে ।

অাসো,
আজ তাঁর কাছে,
কিছুক্ষণ বসি,
প্রদীপ আর ধুপকাঠি
সামনে রেখে,
আমরা শুচি হই -
সুন্দর হই ।