আমার কাজ কারবার সব চেনা নিয়ে,
চেনার বাইরে যাই না।
বৃক্ষরা আমার চেনা, তাই অরণ্যে যাই
ঢেউদের চিনি, তাই সাগরে যাই
রোদে দাঁড়াই, কেননা এই সূর্য আমার চেনা।
জোৎস্নায় স্নাত হই,
কেননা এই চাঁদ আমার চেনা ।
চেনা অক্ষরে শব্দ সাজাই,
চেনা শব্দে কবিতা লিখি
নিজেকে চিনি বলেই,আয়নার সামনে দাঁড়াই
আর তোমাকে চিনি,
তাই তো বার বার তোমাতেই হারাই।