চাওয়া কি নাভিমূল থেকে উঠে আসে!
না চাইলে ভালোবাসা যায়?
হয়তো চাই তাই ঘৃণা করি!
ভালোবাসা আগলে রাখি - এতটাই,
যেন ফস্কে না যায় হাত গলে।
ভালোবাসা শত টুকরো যদি হয়,
লাগে ভয়, কয়েক টুকরো ঘৃণা থাকতে পারে তাতে।
আমরা ভেতরে ভেতরে,
ভালোবাসা সামলে রাখি
আর আগলে রাখি ঘৃণা।
ভালোবাসা কিংবা ঘৃণা শুধু
অসহায় তাকিয়ে থাকে!
শুধু চাওয়ার অপেক্ষায়-আমাদের।