আমি তো আকাশকে কাছে আনতে পারি!
খুব কাছে , একেবারে হাতের নাগালে।
কিন্তু চারপাশে যা প্রদুষণ,
তার নীলকে অক্ষত রাখা যাবে কি?
তাইতো তাকে দূরে রেখেছি-অনেক দূরে
ধরা ছোঁয়ার বাইরে!
এখনও,
আমাকে হারিয়ে যাওয়া পুকুর দাও,
হারিয়ে যাওয়া বন দাও,
হারিয়ে যাওয়া গ্ৰাম দাও,
সেই নদী, পাহাড়, জঙ্গল দাও
চাইলেই আমি আজও-নীল আকাশকে কাছে আনতে পারি!