গ্ৰীষ্মের আঁচে কে বাঁচে,
এসময়ে ছাড় পায় কে?
বিষম জ্বালায় তোমার ধারায় মন জুড়ায়,
মন ভেজে
যেমন জীবের তেমন মাটির।
তুমি বৃষ্টি তোমাতেই সৃষ্টি
এই ধরা-বসুন্ধরা
আর বনানী তো হাসে খেলে তোমাতেই।
তবু,
হয় যদি অসময়?
অসময়ে তোমাকেওকে চায়, চায় কে?
লাগাতার তোমার ধারা বড় দুঃসহ, বড়ই জ্বালা।
তবু,
এতো পরেও-সব ছেড়ে
মনে পরে তোমাকে
মনে রাখি তোমাকে
লিখে রাখি তোমাকে
জীবনের খাতায়,
জুড়ে থাকো অনেক পাতায়।