এখানে বৃদ্ধাশ্রম -ওখানে বৃদ্ধাশ্রম,
নিশ্চিত এটি মেট্রোসিটি- বলে মন।
বাবা, মাকে,
ওখানে ছেলে রেখে আসুক
কিংবা,
অসন্মানে বেঁচে থাকা নয়!
মৃত্যুর আগে অব্দিই  তো জীবন!
ওখানে বাবা-মায়ের স্বেচ্ছায় গমন!
সময়ের দরকার, থাকনা-
নাম বাহারী সুন্দর এই আবাসন।