১) ভালোবাসা চিরহরিৎ!
ভালোবাসা চিরবসন্ত!
সেই শুরু থেকে আজও-
প্রেমিক এবং প্রেমিকা উভয়েই
এই কথাই মানে!
২) হৃদয় আছে?
জানিনা- কেননা দেখিনি!
অথচ,
হৃদয় দিয়েই তোমাকে ভালোবাসি।
৩) বিশ্বাসকে ধরা যায় না,
ছোঁয়াও যায় না!
কিন্তু হারিয়ে গেলে,
মুখ থুবড়ে পড়ে ভালোবাসা।