বলে এক, করে এক- মানুষ!

আবার,
যা বলে, তাই করে
মানুষ বারবার যেন বলে যায়

মানুষের ওপর বিশ্বাস হারানো
শুধু কি পাপ!
মহাপাপ।