এক যুবতীর রক্তাক্ত দেহ রাজপথে,
ছিন্ন-ভিন্ন করে গেছে কিছু দুর্বৃত্ত।
আর এসব,
দেখে- শুনে-জেনে, সরব হোলো বাংলা-
আগুনের মতো জ্বলছিল,
হালকা কথার জল ঢেলে,
সেই আগুন নিভিয়ে দিলো-রাজনৈতিক এক বিশিষ্ট।
ছোট্ট কথা-এমনতো হয়েই থাকে!
ঠিক এমনি,
আবার হোল।
আবার সব দেখে-শুনে-জেনে,সরব হোলো বাংলা
আগুন হয়ে জ্বলছিল,
সেই আগুনো নিভিয়ে দিল-রাজনৈতিক এক বিশিষ্ট
ছোট্ট কথা- দামাল ছেলের দুষ্ট খেয়াল
হোতে ই পারে,হোয়েই থাকে!
কাজের স্বীকৃতি আগেই ছিল
তাদের স্বীকৃতি পরে পেল।
ভুলের মাশুল দিচ্ছি এখন
সময় এখন অসময়!
এই অসময়ে মানুষ ত্রস্ত
ভয়ে মানুষ বড় সন্ত্রস্ত
কেননা,
দুর্বৃত্তরা আজ এ-তল্লাটে
দুর্বৃত্তরা আজ ও-তল্লাটে
ভাবার সময়-দুর্বৃত্তরা আজ সর্বত্র!