ভোর হোলে
দোর খুলে
প্রতিদিন,
দুটি শালিক পাখিকে দেখি পাঁচিলের ওপর
আমার অপেক্ষায় বসে থাকে।
এমনভাবে,

যেন-কথা ছিল তাই আসা!
নিয়মিত এভাবে আসা ,বড়ো ভালোবাসা
কী ভালো না লাগে!

আর,
পূবের আকাশের সূর্যদেব
প্রতিদিন তো
এ দৃশ্য দেখেই
হো হো করে হেঁসে ওঠেন!