ভালোবাসা কি সোহাগী শব্দ!
যার অনুভবে একদিন,
লজ্জা পেয়েছিলে।
যার অনুভবে একদিন ভালোবেসে ছিলে।
আমি বলি,
ভালোবাসা তো অক্ষয় কাঠি।
যার ছোঁয়ায় দেখ, ব্ড় ব্ড়
দু :খগুলো, ছোট থেকে আরোও ছোট
আর ছোট ছোট খুশীগুলো,
ছোট হয়েও,
দেখ ,কেমন বড় হয়ে যায়।