ভালোবাসার অক্ষরগুলো,
কখনো আমি এনেছিলাম,
সাজিয়ে ছিলে তুমি,
কত দুপুরে, সোনালী রোদে।
আবার,
কখনো তুমি এনেছিলে,
সাজিয়ে ছিলাম আমি,
কত রাতে,আঁধারে বা চাঁদের আলোতে।
এই অক্ষরগুলোই কথা।
এই অক্ষরগুলোই হাঁসি।
এই অক্ষরগুলোই কান্না।
এই অক্ষরগুলোই প্রশ্ন।
আর এক জীবনে সব প্রশ্নের উত্তর থাকে না!
হয়তো তাই,
ভালোবাসা শুধু তোমার জন্য,
আমাদের বারবার ঘুরে ফিরে আসা।