সাগর ঘুমায় না,জেগে থাকে!
ঢেউয়ে ঢেউয়ে।
রাতদিন অবিরাম পার ছুঁয়ে যায়।
নদী কখন ঘুমায়?
সেতো মেতে ওঠে ছন্দে আনন্দে।
রাতদিন সুমধুর গান গেয়ে যায়।
সোনালী রোদে হোক
বা রুপালি জ্যোৎস্নায় ,
পাহাড় কিন্তু জেগে থাকে!
আকাশের সাথে ইশারায় কথা কয়।
জানতে ইচ্ছে হয়,তুমি কখন ঘুমাও?
জেগে থাকো সবসময়
তাই, যেখানে থাকি-যেভাবে
খুঁজলে তোমাকে,পাশে পাশে
বড় কাছে পাই।