সবার ভেতরে,
সুপ্ত কিছু কথা থাকে
অনেকটা রূপকথার মতো!
সবার ভেতরে,
আবছা হলেও কিছু রং থাকে
অনেকটা রামধনুর মতো!
ঠিক গান নয়,
তবে সবার ভেতরে,
কম বেশি সুর থাকে।
আজও জানা হলো না,
ভালোবাসতে কে শেখায়?
এই কথা, এই রং, এই সুরেরা
মনে মনে ছবি আঁকে রকম রকম
ভালোবাসা বোধহয়,মন দিয়ে আঁকা
হৃদয়ের তেমনি কোন ছবি!