পারবে কি,
আমার রোদ-বৃষ্টিকে এত ভালোবাসতে?
পারবে কি,
দুখে আমার, আমার সাথে
পায়ে পায়ে হাঁটতে?
পারবে কি,
সুখে আমার, আমার সাথে
পাশে পাশে ভাসতে?
পারবে কি,
রাতের ঘুমে, অন্ধকারে
স্বপ্ন হয়ে আসতে?
পার যদি, ভাবো বসে আনমনে, মনে মনে
ভালোবেসে পা বাড়ালে,
রাখতে দেব এই উঠোনে।