সাগরের কাছে এসে দেখেছিলাম,
বিষন্ন এক চরকে, একা আছে এখানে!
কোন এক বাদল দিনে,
এলোমেলো কোন ঢেউ,
পথ ভুলে , ভিজিয়ে গেছে তাকে।
সেই দাগ আজও,
সে বুকে ধরে আছে!
বিষন্ন সেই চর,
আজও প্রতিক্ষায়,
যদি আবারও সে আসে!
এক বুক জ্বালা নিয়ে,
সাগরের খুব কাছে,
আজও সে পথ চেয়ে,
একা বসে আছে।