এক কন্যা,
চোখ তার মায়াবী।
হাসি তার  ফুলের মতো,
রহস্যময়।
মুখে তার দেখেছিলাম অলৌকিক রোদ।
সবুজ বাগানের মতো ছড়ানো ছিল,
তার আঁচল।
একদিন তার কাছে এসে জেনেছিলাম,
এ বুকে তৃষ্ণা আছে।
এ বুকে আগুনও আছে,
তাও,

তার কাছে এসেই জেনেছিলাম।