পাখিদের কলরব,
সূর্যের আলো, তারাদের হাসি,
চাঁদের জোঁছনা,
ক্লান্তিহীন বাতাস, সাগরের ঢেউ,
পাহাড়, অরণ্য
এরা ও প্রকৃতির সুন্দর রূপ!
আর
সুখ,দুঃখের প্রবাহে,
ভেসে যাওয়া দুটি মন,
স্বপ্নে কিংবা জাগরণে,
যেন বলে যায়,
যেন গেয়ে যায়,
ভালোবাসা-
তুমি ভালোবাসা হয়ে থেকো।