চোখের কোণে জমা আছে জল,
দেখার ভুলে কান্না ভাবি!
সব জল কিন্তু কান্না নয়।
ঠোঁটের পরে ঝিলিক খেলে হাসি,
দেখার ভুলে বলে ফেলি খুব সুন্দর !
সব হাসি কিন্তু হাসি নয়।
চোখে দেখি, মুখে দেখি কতোনা খুশি,
দেখার ভুলে খুশি টাই দেখি!
কান্না, খুশি ,হাসিতেও আজকাল বড়ো ভেজাল
ছড়িয়ে আছে ছিটিয়ে আছে সর্বত্র!
উৎস থেকে মোহনায় যেতে যেতে
এতসব নদীর চোখে পড়ে না।
তবু নদী বলে-
এই পৃথিবী বদলে যাচ্ছে রোজ!