ভালো মানুষ কি জামার ভেতরে থাকে?
ভালো মানুষ তবে কি,
চামড়া মোড়া শরীরের ভেতরে থাকে?
মন ভালো হোলেই মানুষ ভালো,
তেমন বলা যায় কি?
কিন্তু,
একজন ভালো মানুষের খুব ভালো মন থাকে!