অভাবে, খিদের জ্বালায়,
চুরি করলেও- সে চোর।
তাকে জেলে যেতে হয়,
তার সাজা হয়।
স্বভাবে কত নেতার পুকুর চুরি,
তাও তো সামনে আসে!
ঠিক যখন সবাই ভাবে,
এবার যাবে, সাজা হবে
তখন কি দেখি?
কয়েক দিন হৈচৈ,
আবার আগের মত দিব্যি থাকে!
তবে কি,
আইনেরও রকমফের হয়?
বেশ লাগে,
যখন দেখি, আইনের লম্বা হাত।
বেশ লাগে,মজা লাগে,
যখন দেখি, তারই আবার নেইকো হাত।
মনে হয় যেন, ঠুঁটো জগন্নাথ!