উন্নয়ন হয়নি, এমন নয়!
সাফল্য আসেনি, এমন নয়!
এদেশ এগিয়েছে অনেকটা-
তবু, সব ম্লান
কেননা হুঁ হুঁ করে বাড়ছে বেকার
বেড়েছে কয়েক দশক ধরে।
হতাশার কুয়াশায় ঢাকা,
আজ ওদের স্বপ্ন
বড় ধোঁয়া ধোঁয়া!
খুব ভয় লাগে ,কি হবে- কি হবে?
বেকার যে আজ ঘরে ঘরে!