কে বলে ভবিষ্যৎ দেখা যায় না?
ওরা দ্যাখে, দেখতে পায়-
বিবর্ণ, নিকষ কালো ধু-ধু মাঠ,
এক চিলতে আলো নেই সেখানে।
এখানে,
সময় এখন অসময়!
কাজ নেই,
তাই অবুঝ ছায়ারা ভীড় করে ওদের চারপাশে,
অবুঝ মেঘেরা জমে থাকে ওদের মনে ।
শিক্ষিত বেকার ওরা,
সব পারে, জানে সব।
কিন্তু,
এই অসময়ে ,
শুধু ওরা জানেনা, মোহনায় যাবে কিভাবে!