পলাশ ফুলে রঙিন হোল,বন-বাদাড়!
বন বলে- বসন্ত এসেছে!
হাওয়ায় দোলে আম্র মুকুল,
গন্ধ বলে-বসন্ত এসেছে!
সেজে আছে কৃষ্ণচূড়া, ফুলে-ফুলে!
বাহার বলে- বসন্ত এসেছে!
কোকিল ডাকে বৃক্ষ শাখে,
যেন বলে- বসন্ত এসেছে!
কালতো তোমার ফেরার কথা!
মন বলে-বসন্ত এসেছে।