ভালোবাসা ছিল,
ভালোবাসা আছে,
ভালোবাসা থাকবে,
ভালোবাসাই শাশ্বত।

ভালোবাসা শুধু তোমার জন্য,

এই  পৃথিবীর  আয়ু বাড়ে,
ক্ষণে ক্ষণে,পলকে  পলকে ।