বাঙ্গালীর আহারে-বিহারে,
চিন্তায়-মননে,
অরুচি-আহা রুচিতে
প্রতিনিয়ত বাঙ্গালীয়ানা যিনি দিয়েই চলেছেন,
দিয়েই চলেছেন-তিনি রবীন্দ্রনাথ

তাই ,
২৫শে বৈশাখ বারবার আসুক,
আসুক বারবার-
শুধু,

২২শে শ্রাবণ তোমাকে ভুলে যেতে চাই!