রাম রহিমের নামে ব্যবসা হোল।
তা, ফুলে ফেঁপে,
তিল থেকে তাল হোল।
প্রশ্ন রেখে গেল!
তারপর যা দেখলাম---
বাবা জেলে গেল
প্রশ্ন রেখে গেল!
কত লোক প্রান হারালো
প্রশ্ন রেখে গেল!
কত ছেলে অনাথ হোল
প্রশ্ন রেখে গেল!
কত মানুষ বিশ্বাস হারালো
প্রশ্ন রেখে গেল!
স্বাধীনতা, তুমি বলতে পারো?
এতো বছর পরও,
শিক্ষা আর তার আলো
এ দেশে, কতটা ছড়ালো?